ঢাকামঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

শেখ হাসিনার পরিবারের নামে থাকা আরও ৬৮ কলেজের নাম পরিবর্তন

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ , ১২:৪৮ এএম


loading/img
ফাইল ছবি

শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামে থাকা দেশের ৬৮টি সরকারি কলেজের নাম পরিবর্তন করেছে। নতুন নামগুলো মূলত সংশ্লিষ্ট এলাকার নামে নামকরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ অধিশাখার নির্দেশনার আলোকে এ নাম পরিবর্তন করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগেও অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন স্কুল-কলেজ থেকে নাম বাদ দিয়েছে। 

এ ছাড়া, শেখ পরিবারের নামে থাকা ১৩টি বিশ্ববিদ্যালয়ের নামও পরিবর্তন করা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শেখ মুজিবুর রহমানের নামে ১০টি, শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে একটি, শেখ হাসিনার নামে একটি এবং মুজিবনগর নামে একটি বিশ্ববিদ্যালয় ছিল। 

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |